Friday, May 27

চলতি সপ্তাহে বাবা হচ্ছেন রেলমন্ত্রী


কানাইঘাট নিউজ ডেস্ক: চলতি সপ্তাহে সু-খবর পেতে যাচ্ছেন রেলমন্ত্রী মুজিবুল হক।রেলমন্ত্রীর সন্তান-সম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিতা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিয়ের পর এটিই হবে তাদের প্রথম সন্তান। বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে মন্ত্রীর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। পারিবারিক সূত্র জানায়, রেলমন্ত্রীর স্ত্রী এরই মধ্যে গর্ভধারণের নয়মাস পার করেছেন। চিকিৎসকরা অবশ্য আগেই চলতি মাসের শেষ সপ্তাহে সম্ভাব্য তারিখ দিয়ে রেখেছিলেন। মা হওয়ার জন্য নির্ধারিত সময়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা জানায়। তবে নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা রেলমন্ত্রীর স্ত্রীর ভর্তির সত্যতা নিশ্চিত করে করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়