Wednesday, May 11

মহাকাশে ১২৮৪টি নতুন গ্রহ পেয়েছে নাসা


কানাইঘাট নিউজ ডেস্ক: মহাবিশ্বে নতুন এক হাজার ২৮৪টি নতুন গ্রহের সন্ধান পেয়েছে কেপলার৷ মঙ্গলবার নাসা এই তথ্য জানিয়েছে বলে দাবি করে একাধিক গণমাধ্যম। ২০০৯ সাল থেকে মহাকাশে বাসযোগ্য গ্রহ অনুসন্ধানের কাজে নিয়োজিত নাসার টেলিস্কোপ কেপলার। বিশেষ প্রযুক্তি নির্ভর এই টেলিস্কোপ মানুষের সাহায্য ছাড়াই কাজ করতে পারে৷ নক্ষত্র থেকে আলোর তীব্রতা পরিমাপ করে গ্রহের সন্ধান করে এটি৷ এখনও পর্যন্ত দেড় লাখ নক্ষত্র খতিয়ে দেখেছে এটি৷ বিজ্ঞানীরা এ যাবৎ যে পাঁচ হাজার গ্রহের সন্ধান পেয়েছেন তার প্রায় অর্ধেক কেপলারই খুঁজে দিয়েছে৷ এবার এর সৌজন্যেই পাওয়া গেল আরো এক হাজার ২৮৪টি নতুন গ্রহ৷ বিজ্ঞানীদের ধারণা, এর মধ্যে অন্তত ৫৫০টি গ্রহের গড়ন পৃথিবীর মতো৷ ওয়াশিংটনে নাসার প্রধান বিজ্ঞানী এলিন স্টোফান জানান, "মহাকাশে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সম্ভাবনা আরো জোরাল হলো৷ কোনো না কোনো নক্ষত্রমণ্ডলে পৃথিবীর মতো কোনও গ্রহ থাকার আশা আরো বাড়ল৷"

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়