Monday, May 30

ছাতকে চুরি করা গরুসহ ৬ চোর আটক


ছাতক প্রতিনিধি, সোমবার, ৩০ মে ২০১৬ :: সুনামগঞ্জের ছাতকে পুলিশ-জনতা ধাওয়া করে ৬ গরুচোরকে আটক করা হয়েছে। সোমবার ভোরে সুরমা নদী থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় চুরি করা ২টি গরুও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বটেরতল গ্রামের রইছ আলীর ছেলে হাবিবুর রহমান গেদা (২৮), বিশ্বনাথ উপজেলার কমলপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে আলী আকবর (২৫), সিলেটের জালালাবাদ থানার মানসিনগর গ্রামের আব্দুর নুরের ছেলে সাইফুর রহমান, একই এলাকার আনজু আলীর ছেলে লিলু মিয়া (৩৩), জমসিদ আলীর ছেলে জামাল আহমদ (২৬) ও চেরাগ আলী (২৮)। থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে গরু চুরির সময় নোয়ারাই ইউনিয়নের চরভাড়া এলাকার লোকজন ৬ চোরকে ধাওয়া করেন। এসময় ছাতক থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পুলিশ ওই এলাকায় পৌছে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ৬ গরুচোরকে আটক করে। এদিকে, গরু চুরির ঘটনায় সোমবার দুপুরে চরভাড়া গ্রামের সৈয়দ মিয়ার পূত্র হোসেন মিয়া বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়