Monday, May 23

মৌলভীবাজারে ৪ হাজার টাকায় বিক্রি হল একটি আপেল


মৌলভীবাজার প্রতিনিধি, সোমবার, ২৩ মে ২০১৬ :: মৌলভীবাজারে একটি আপেল চার হাজার টাকার বেশি দামে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পশ্চিম বিলেরপার জামে মসজিদে দানকৃত আপেলটি নিলামের মাধ্যমে শেষমেষ ৪ হাজার ১৪৭ টাকায় বিক্রি হয়। রবিবার (২২ মে) পবিত্র শবে বরাতের রাতে উপস্থিত মুসল্লীদের মাঝে নিলামের মাধ্যমে সেই আপেলটি বিক্রি করা হয়। পশ্চিম বিলের পার জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন জানান, স্বাভাবিকভাবে সাপ্তাহিক জুম্মার নামাজের আগে মুসল্লীরা মসজিদ তহবিলে পণ্য সামগ্রী দান করেন। আর নামাজ শেষে নিলামে সেসব পণ্য বেশ চড়াদামে মুসল্লীদের মাঝ নিলামে বিক্রি করা হয়। সে টাকা মসজিদ তহবিলে জমা করা হয়। এমনিভাবে শবে বরাতের রাতে একই গ্রামের মুসল্লী আলকাছ মিয়ার ছেলে আসুক মিয়া একটি আপেল মসজিদে দান করেন। আর এই আপেলটি নিলামে বিক্রির জন্য রাত দেড়টা থেকে উপস্থিত মুসল্লীরা নিলাম ডাকেন। শেষমেষ গভীর রাত তিনটায় অত্র এলাকার আব্দুল খালিকের ছেলে আক্তার হোসেন নিলামের সর্বোচ্চ ৪ হাজার ১৪৭ টাকায় ডাক শেষে এই আপেল গ্রহন করেন। এ নিলাম ডাক পরিচালনা করেন পশ্চিম বিলের পার জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আব্দুল কদ্দুছ। স্থানীয় মুসল্লী মাছুম আহমদের সাথে যোগাযোগ করলে তিনি নিলামে বিক্রির সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়