কানাইঘাট নিউজ ডেস্ক:
ইংরেজি ভাষায় একটি প্রবাদ আছে ‘এপিক ফেইল’ বা ‘মহাকাব্য ব্যর্থ।’ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিও হচ্ছে এই প্রবাদের একটি উৎকৃষ্ট উদাহরণ।
সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো ভুট্টা খাওয়ার একটি জনপ্রিয় ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে চীনের এক নারী। ওই ভিডিও দেখে চীনা ওই নারীও ড্রিল মেশিনের রডে ঢুকিয়ে ভুট্টা খাওয়ার চেষ্টা করে। কিন্তু বিধিবাম! সফলভাবে কাজটি শেষ করতে পারেননি চীনা ওই নারী। আর এতে ফলাফল হিতে বিপরীত। ড্রিল মেশিনের রডের সঙ্গে চুল পেঁচিয়ে যায় চীনা নারীর। ঘূর্ণয়মান রডের সঙ্গে তার মাথার অনেকটা চুলই উঠে আসে একেবারে মস্তিষ্কের খুলি থেকে। এই সময় তার মাথার সামনের অংশের চুল পুরোপুরি ওঠে আসে। তখন চীনা নারীর মাথার তালু থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
১৬ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে। যারা ইন্টারনেটের বিভিন্ন বিষয় নিয়ে অতি উৎসাহী এবং নিজেও তা করার চেষ্টা করেন তাদের জন্য এই ভিডিওটা বিরাট শিক্ষা হতে পারে।
ভিডিওটা প্রথম ৭ মে টুইটারে শেয়ার করা হয়। ভিডিওটি রিটুইট করা হয়েছে ৬৮ হাজারের বেশি বার। চীনা ওই নারী এই ঘটনার পর চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের সঙ্গে তার আরেকটি ভিডিও টুইটারে পোস্ট করা হয়। চিকিৎসক অবশ্য বলেছেন, তার চুল আবার গজাবে। কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে।
এখানে মূল ভিডিও শেয়ার করা হলো। যে ভিডিওটি দেখে চীনা ওই নারী ড্রিল মেশিনের রডে ভুট্টা লাগিয়ে খাওয়ার ধারণা পান।
উপরের দুটি ভিডিও আপনার আতঙ্কের কারণ হতে পারে। একটি কুকুর কিভাবে ধীর গতিতে ভুট্টা খাচ্ছে। একান্তই যদি স্বাভাবিক উপায়ে ভুট্টা খেতে পছন্দ না করেন তাহলে এটি সঠিক উপায় হতে পারে। সূত্র: এনডিটিভি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়