Thursday, May 19

সারোয়ারকে দেখতে হাসপাতালে শফিক-কামরান


কানাইঘাট নিউজ ডেস্ক: জ্বরে আক্রান্ত হয়ে সিলেট নগরীর একটি ক্লিনিকে ভর্তি যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য সারোয়ার কবিরকে দেখতে হাসপাতালে গেছেন সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগ এর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেট জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার সকালের দিকে সারোয়ারকে দেখতে তারা ক্লিনিকে যান। এসময় তারা সারোয়ার কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও সেখানে কিছু সময় কাটান তারা ।এছাড়াও দিনভর অসুস্থ সারোয়ারকে দেখতে হাসপাতালে যান সিলেটের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি পেশার মানুষ। সারোয়ার কবির তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়