Saturday, May 21

শ্রীলঙ্কায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭১


কানাইঘাট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যাকবলিত এলাকার উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের প্রাণহানি হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, রাজধানীর নিম্নাঞ্চলের প্রায় দুই লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। একইসঙ্গে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে আরও চার লাখ মানুষকে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কলম্বোর উত্তরাঞ্চলের কেলানী নদীর উপকূলীয় এলাকার অবস্থা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এ অবস্থায় জনগণকে আতঙ্কিত না হয়ে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণে কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়