কানাইঘাট নিউজ ডেস্ক:
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের আজ তিন বছর পূর্ণ হল। ২০১৩ সালের ২৭ মে গৌরি খানের কোল আলো করে দুনিয়ার মুখ দেখে আব্রাম। এবার শাহরুখ দম্পতি আব্রামের জন্মদিন উদযাপন করেছেন ভূমি থেকে ৩০ হাজার ফুট উপরে।
বড় ছেলের আরিয়ানের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ও কারণ জোহরের ৪৪ তম জন্মদিন উদযাপন করতে সপরিবারে লন্ডন গিয়েছিলেন শাহরুখ। আজ রাতে তিনি মুম্বাই ফিরে আসেন। রাত ১২টার সময় শাহরুখ প্লেনেই ছিলেন। আর সেখানেই স্ত্রী গৌরী খান ও মেয়ে সোহানার সঙ্গে উদযাপন করলেন আদরের ছোট্ট ছেলে আব্রাম তৃতীয় জন্মদিন।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে শাখরুখ লিখেন, “ভূমি থেকে ৩০ হাজার ফুট উপরে জন্মদিন পালন করছি। এখন শুধু চিপস দিয়ে। কেক ও কোকাকোলার অপেক্ষায় আছি।”
রঙিন বল দিয়ে ঢাকা আব্রামের আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন শাহরুখ। সেখানে তিনি লিখেন, “স্ত্রী কড়া নিষেধ বাচ্চাদের ছবি ইন্টারনেটে আপলোড করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করা যায় যদি এভাবে ছবি তোলা যায়।”
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়