Friday, May 27

কিছু মানুষ লুট করছে জনগণের টাকা


ঢাকা: দেশের সব ক্ষেত্রে আজ অস্থিরতা বিরাজ করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণমাধ্যমের ব্রেকিং নিউজে শুধু গুম-খুন ও ব্যাংক লুটের খবর। জনগণের টাকা লুট করছে কিছু মানুষ। এসব থেকে পরিত্রাণের একমাত্র উপায় গণতান্ত্রিক আন্দোলন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল । নজরুল ইসলাম খান বলেন, “আজকে দেশে প্রতিটি ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। ব্যাংক লুট হচ্ছে। শেয়ার মার্কেট লুট হয়ে গেছে। এমনকি বাংলাদেশ ব্যাংকও লুট হয়ে গেছে। কিন্তু কেউ এর দায়-দায়িত্ব নিতে পারছে না।” নজরুল ইসলাম আরও বলেন, “বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা কিছু মানুষ লুট করে নিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষের অ্যাকাউন্ট থেকে সন্দেহজনকভাবে লেনদেন করা হচ্ছে্- এসব কিছুর তদন্ত করতে হবে। তা না করে বর্তমান ক্ষমতাসীনরা বিএনপির নেতকর্মীদের ধরে নিয়ে শাস্তি দিচ্ছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের কিছু করা হচ্ছে না। এই অবস্থা কোনোভাবেই চলতে পারে না।” বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়