Thursday, May 12

ঔষধ খাওয়ার সময় জানাবে অ্যাপ


তথ্য প্রযুক্তি ডেস্ক,কানাইঘাট নিউজ: ছেলেবেলায় ওষুধ খেতে অনেকেরই অনীহা থাকে। আর বড় হয়ে সেই অনীহা হয়তো কেটে যায়, কিন্তু ডাক্তারের নিয়ম মেনে ওষুধ খাওয়া হয়ে ওঠে না। কিংবা নিয়মিত রক্তচাপ মাপা, রক্তের চিনি মাপাটাও হয় না। ডাক্তার যখন বলেন, কেন ওষুধ খাননি? বা কেন সুগার মাপেনি? উত্তর একটাই, ভুলে গিয়েছিলাম। এই ব্যস্ত সময়ে একজন প্রাপ্তবয়ষ্ক মানুষকে কেইবা এসব মনে করিয়ে দিবে। এই সমস্যার সামাধানে এলো অ্যাপ। নাম ‘মেডিসিফাই’। মনে করার লোক তো এখন হাতের মুঠোয়। মেডিসিফাই অ্যাপ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যেকেউ তার ওষুধ সেবনের সব তথ্য এতে সংরক্ষণ করতে পারবেন। কবে কোন চিকিৎসকের সঙ্গে অ্যাপয়নমেন্ট রয়েছে সে তথ্যও রাখা যাবে। রক্তচাপ ও রক্তের শর্করার পরিমাণ নিয়মিত মেপে সে তথ্যও রাখা যাবে। আর নারীদের জন্য আছে বিশেষ সুবিধা। আর ব্যবহারকারীর যখন যে তথ্যের দরকার হবে তখন সময়মতো স্মার্টফোনের স্বয়ংক্রিয় অ্যালার্ম দিয়ে তা জানিয়ে দেবে মেডিসিফাই। অ্যানড্রয়েড ও আইওএস দুই অপারেটিং সিস্টেমেই চলে এই অ্যাপ। ফেব্রুয়ারিতে বাজারে ছাড়া হয়েছে এটি। মেডিসিফাইয়ের স্ক্রিনটি সহজবোধ্য ও সুন্দর। ইংরেজিতে মেনু হলেও প্রতিটি আইকনে আছে ছবি। ফলে সহজে যেকেউ বুঝতে পারবে কোনটায় কোন তথ্য রয়েছে কিংবা কোনটার কি কাজ। শুধু নিজের বা প্রিয়জনের স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক তথ্য যে রাখা যাবে এতে তা নয়, পোষা প্রাণির চিকিৎসার সব তথ্যও এতে সংরক্ষণ করা যাবে। আইফোন বা অ্যানড্রয়েড ফোনে মেডিসিফাই অ্যাপটি ইনস্টল করার পর ওপরে ডানদিকে মেনু থেকে রোগী ও পোষা প্রাণির তথ্য যোগ করা যাবে।‘পেশেন্ট’নির্বাচন করে খুব সহজে জন্ম তারিখ, রক্তের গ্রুপ লিখে রোগীর প্রোফাইল বানানো যাবে। রোগীর সঙ্গে সম্পর্ক ও তাঁর ফোন নম্বর এতে রাখা যায়। এসএমএস নোটিফিকেশন পাওয়ার জন্য মোবাইল নম্বর দিয়ে সেটা সক্রিয় করে দিলেই চলে। এই প্রোফাইলে একাধিক রোগীর তথ্য রাখার সুবিধা রয়েছে। এই প্রোফাইলে রোগীর উচ্চতা, ওজন যোগ করার সুবিধা যোগ করা উচিত। এতে সহজে বিএমআই বের করা যাবে। একটি মেন্যু থেকে পেট মেডিসিন নির্বাচন করে পোষা প্রাণির ওষুধের তথ্য যোগ করার সুবিধা রয়েছে। পোষা প্রাণিটি কোন ওষুধ কখন কখন খাওয়াতে হবে তা লিখে দিলে পরে অ্যালার্মের মাধ্যমে অ্যাপটি মালিককে জানিয়ে দেবে। রোগ ও ওষুধের একটা হিস্ট্রিও এতে তৈরি হতে থাকবে। মেডিসিফাইয়ের মূল মেনু সাতটি। ছোট বৃত্তে সাতটি মেনু বৃত্তাকারভাবে সাজানো আছে। ফলে এটা ব্যবহার করা সহজ। এই মেনুগুলো হলো ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট অ্যালার্ম, ভ্যাকসিনেশন অ্যালার্ম, মেন্যুস্ট্রেয়েশন অ্যালার্ম, ল্যাব টেস্ট ডেট অ্যালার্ম, মনিটরিং, এমারজেন্সি কল ও মেডিসিন অ্যালার্ম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়