Monday, May 16

আপনার ভোটের অপেক্ষায় মুস্তাফিজ


ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ: আইপিএলের চলতি আসরে ভোটের মাধ্যমে মুস্তাফিজকে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করতে আপনিও ভোট দিতে পারেন। `Emerging Player of the Season` শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হচ্ছে। এ তালিকায় রয়েছেন মোট পাঁচজন বোলার। তারা হলেন -মুস্তাফিজুর রহমান, জস্প্রিত বুমরাহ, কেন রিচার্ডসন, মুরুগান অশ্বিন, শিবিল কৌশিক। অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কেউ। মুস্তাফিজ এখন পর্যন্ত প্রায় ৯০.৯ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় বোলার শিবিল কৌশিক ৩.৯ শতাংশ ভোট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছেন জাস্প্রিত বুমরাহ তার প্রাপ্ত ভোট ৩.৭ শতাংশ। মুস্তাফিজকে ভোট দিতে www.iplt20.com ঠিকানায় প্রবেশ করে ইমার্জিং প্লেয়ারের (Emerging Player of the Season) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে মুস্তাফিজকে ভোট দিতে পারবেন। মুস্তাফিজ আইপিএলে এ পর্যন্ত ১২ টি ম্যাচ খেলে নিয়েছেন ১৪টি উইকেট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়