Wednesday, May 25

‘বিএনপিকে ধ্বংসের চেষ্টা চলছে’


ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপিকে ধ্বংস করার জন্যই জিয়া পরিবারকে আক্রমন করা হচ্ছে। সরকারের বিভিন্ন ধরনের অপকর্ম ঢাকার জন্যই নতুন ইস্যু তৈরি করে জনগণের মন অন্য দিকে ঘোরানোর জন্য বিভিন্ন ঘটনার অবতারনা করা হচ্ছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আসলাম চৌধুরীকে মোসাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন ধরনের কল্পকাহিনী প্রচার করা হচ্ছে সরকারের নানা অপকর্ম ঢাকার জন্য। এই ষড়যন্ত্র দেশের জনগণ বিশ্বাস করবে না জেনেই এখন আসলাম চৌধুরীর পেছনে দুদককে লাগিয়ে দেওয়া হয়েছে। এসময় দেশে গনতন্ত্র নাই মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ভোটারবিহীন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা আজ দেশ চালায়। আর যারা জনগণের ভোটে নির্বাচিত তারা জেলে, এই হচ্ছে দেশের গণতন্ত্র। আজকে তারা জিয়াকে পাকিস্তানী এজেন্ট বলেন। তাহলে শেখ মুজিব যে তাকে বীর উত্তম খেতাব দিল। আপনারা এই সমস্ত কথা বলে আপনাদের নেতাকেই অবমাননা করছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়