শাবি প্রতিনিধি, বৃহস্পতিবার, ১২ মে ২০১৬ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল করেছে। পাশাপাশি তারা শাবিতে অনুপ্রবেশকারীদের নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার আহ্বানও করেন।
বৃহস্পতিবার জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে ডাকা হরতাল প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগ নেতারা এসব কথা বলেন।
দুপুর ১টায় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের ফুডকোর্ট চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
শাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় ও সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি অন্জন রায়, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সাবেক কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাস প্রমূখ।
সমাবেশে সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এ সময় নতুন নেতাকর্মীদের দলের শৃঙ্খলা মেনে চলার আহ্বান করেন তিনি।
পরবর্তী হরতালে বিশ^বিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্বাভাবিক রাখার আহ্বান জানান সাধারণ সম্পাদক ইমরান খান। তিনি বলেন, প্রয়োজনে ছাত্রলীগ শিক্ষার্থীদের নিরাপত্তা দিবে। তবে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে হরতালের প্রতি এক ধরনের মৌন সমর্থন শাবিপ্রবির শিক্ষকদের কাছ থেকে কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
এসময় সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বলেন, দলে অনুপ্রবেশকারীদের নিজ উদ্যোগে চলে যেতে নেয়া হবে। না হলে তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে শাবি ছাত্রলীগ গঠনমূলক কাজ করে এসেছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগের এই নেতা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়