Saturday, May 7

কানাইঘাটে বিনামূল্যের বই কালোবাজারে বিক্রির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ্য প্রহরী রফিক আহমদ কর্তৃক ২০১৬ সালের বিনা মূল্যে বিতরণকৃত মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় লক্ষাধিক টাকার পাঠ্য বই চুরি করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। বই বিক্রি করার পর থেকে নৈশ্য প্রহরী রফিক আহমদ পলাতক রয়েছে। জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিনামূল্যে বিতরণকৃত বিভিন্ন শ্রেণির পাঠ্য বইগুলি কানাইঘাট রামিজা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রাখা ছিল। গত সোমবার অফিসের নৈশ্য প্রহরী রফিক আহমদ জালিয়াতির আশ্রয় নিয়ে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাখা পাঠ্যবইগুলি একটি পিকআপ ভর্তি করে কালোবাজারে এনে বিক্রি করে। বইয়ের মূল্য অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা বলে জানা গেছে। বই চুরি করার পর থেকে রফিক আহমদ পলাতক রয়েছে। বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বলেছেন, নৈশ্যপ্রহরী রফিক আহমদ শিক্ষা অফিসের অগোচরে চুরি করে বইগুলি বিক্রি করেছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। প্রসজ্ঞত যে, নৈশ্য প্রহরী রফিক আহমদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। শিক্ষা অফিসের নৈশ্য প্রহরী পদে থাকা রফিক আহমদ বিভিন্ন সময়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আবার কখনও পুলিশের এস.আই, নির্বাচন অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতরণা করে যাচ্ছে। পূর্বে কানাইঘাটে কর্মস্থলে থাকাবস্থায় সে দু’টি মামলায় জেল হাজত বাস করে। মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ফিরোজ মিয়া জানান, অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় রফিক আহমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে বহু লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তারপরও সে অন্যত্র বদলী হচ্ছে না। যার কারনে শিক্ষা অফিসের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়