Wednesday, May 11

ফাঁসি নিয়ে ‘চুপ’ বিএনপির কৌশল!


ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জোটের অন্যতম শরিক দল জামায়াতের অন্যান্য নেতাদের মতো দলটির আমির নিজামীর ফাঁসি নিয়েও চুপ বিএনপি। শুধু তাই নয়, এ নিয়ে কথা না বলার জন্য কৌশলেরও আশ্রয় নিয়েছে দলটির হাইকমান্ড। বাতিল করা হয়েছে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা। এতে অতিথি থাকার কথা ছিল স্বয়ং বিএনপি মহাসচিবের। দলীয় সূত্রে জানা গেছে, জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীর আমির ও বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর নিয়ে কোনো প্রতিক্রিয়া দিবে না বিএনপি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বরাবরের মতোই এবারও তারা ‘চুপ’ হয়ে আছে। মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়। কিন্তু এ নিয়ে বিএনপি নেতাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে নিজামীর ফাঁসি কার্যকরের আগে এবং পর দুই দফায় মুঠোফোনের খুদে বার্তায় বিশেষ কারণে সংবাদ সম্মেলনে বাতিল করার কথা জানানো হয়। এ ছাড়া মির্জা ফখরুলের সকালে ফটো জার্নালিস্ট মিলনায়তনে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা থাকলেও সেটিও বাতিল করা হয়। পরে তাতে তিনি যোগ দিবেন না বলে বিএনপির দপ্তর থেকে খুদে বার্তায় বলা হয়, বিশেষ কারণে আলোচনা সভায় মির্জা ফখরুল যাবেন না। তবে কি সেই বিশেষ কারণে এমন প্রশ্নে বিএনপি ও দপ্তরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানতে বিএনপির তিনজন স্থায়ী কমিটির সদস্য, খালেদা জিয়ার দুইজন উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাদের ফোনে পাওয়া যায়নি। (ঢাকাটাইমস/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়