সিলেট, শুক্রবার, ২০ মে ২০১৬ :: সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার নগরীর ছড়ারপারস্থ অস্থায়ী কার্যালয়ে কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা সদস্যদের হাতে তুলে দেন সভাপতি শাহানারা বেগম ও সাধারণ সম্পাদক আছমা আক্তার কামরান। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুনেচ্ছা হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজনীন হোসেন, এডভোকেট ছালমা সুলতানা ও হেলানা আক্তার।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি মরিয়ান চৌধুরী মাম্মী, শেলী বেগম, জহুরা বেগম, হাসনা হেনা, মাহমুদ নাজিম রুবি, রিনা বিশ্বাস ও রতœা বেগম। সাধারণ সম্পাদক আছমা আখতার কামরান। যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা আনোয়ার, সালমা বেগম ও শ্যামী দাশ। সাংঠনিক সম্পাদক আছমা বেগম, শামীমা খন্দকার, হেনা বেগম, শিপা বেগম শোপা ও নারগিছ সুলতানা রমী। প্রচার সম্পাদক শামীমা স্বাধীন, দপ্তর সম্পাদক জেছমিন সুলতানা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বেগম সুমনা আহমেদ, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ক্ষমা রানী দে, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শাহনাজ সুলতানা দিনার, শ্রম সম্পাদক নাসরিন ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জাহানারা বেগম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আছমা বেগম, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দীনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক রেবেকা বেগম লাকী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পারুল মজুমদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত, সদস্য সেলিনা মোমিন, সুবর্ণা আছাদ, সালমা বেগম জবা, সুলতানা ছাত্তার, ইমা আহমদ শিল্পী, শায়েদা আলফাজ, শাহেদা পারভিন, লিপি রাণী বণিক, ফাতেমা ইজ্জাদ পলি, সাহেদা পারভিন, সাবিয়া বেগম, সায়েদা ইয়াছমীন, নাজমা ইসলাম নাজ, উম্মে নাছরিন, ইয়াছমীন গাজী, শাহজাদী গাজী কুসুম, স্বপ্না বেগম, রোকশানা বেগম, জেছমিন সুলতানা জেসি, ছামিনা চৌধুরী, জবা দাশ, সুলতানা বেগম, সেলিনা খান, রাজিয়া বেগম রাজিয়া, আইনুর বেগম, লিপি বেগম, রুবিনা আক্তার রুবি, এডভোকেট সন্ধ্যা লক্ষি দে, ফারহানা আক্তার সাহানা, সাফিয়া বেগম মিনু, স্বপ্না বেগম, পারুল বেগম লিলি বেগম, লুকু বেগম, মীনা বেগম, ডলি রাণী পাল, ফারহানা আক্তার শিল্পী, সাবরিনা জাহান, জেবুন্নাহার শিরিন, জাহানারা বেগম ও দিলারা বেগম।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর শোকরানা দোয়া ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়