Sunday, May 22

শবে বরাতে সিলেটে বিশেষ নিরাপত্তা, পটকাবাজি নিষিদ্ধ


রফিকুল ইসলাম কামাল, রবিবার, ২২ মে ২০১৬ :: মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত দরজায় কড়া নাড়ছে। রবিবার দিবাগত রাতে ধর্মীয় এ উৎসব পালন করা হবে বাংলাদেশে। পবিত্র এ উৎসবে মহান সৃষ্টিকর্তার প্রতি ইবাদত-বন্দেগিতে মশগুল হবেন সিলেটের আপামর মুসলিম জনতাও। ধর্মীয় এই উৎসবকে নির্বিঘœ করতে সিলেটে ‘বিশেষ নিরাপত্তা’ ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার দুপুরের পর থেকেই এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে কাজ শুরু করবেন পুলিশ ও গোয়েন্দা সদস্যরা। এদিকে শবে বরাতে সিলেটে সবধরনের আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্র জানিয়েছে, শবে বরাতকে ঘিরে পুলিশ প্রশাসন বিশেষভাবে প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে এসএমপি’র বিশেষ সভাও অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শবে বরাতের নিরাপত্তা কেমন হবে, সে বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়। এসএমপি সূত্র জানায়, শবে বরাতে মসজিদ, মাজারে ধর্মপ্রাণ মানুষের ঢল নামবে। এজন্য এসব এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.) এর মাজারে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা। সূত্র আরো জানায়, রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত সিলেট মহানগরীতে দেড় সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও নগরীজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে দায়িত্ব পালন করবেন। মহানগর পুলিশ সূত্র জানায়, শবে বরাত উপলক্ষে রবিবার বিকেল থেকেই নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে পুলিশ। একইসাথে র‌্যাব, বিজিবিও পুলিশের সাথে কাজ করবে। সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ‘গুপ্তহত্যার’ বিষয়টিও মাথায় রাখছে পুলিশ। এদিকে শবে বরাতে সিলেটে সবধরনের আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এসব কাজে কাউকে জড়িত থাকতে দেখা গেলে পুলিশ আটক করবে। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ সিলেটভিউ২৪ডটকম-কে বলেন, পবিত্র শবে বরাতে সিলেট নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেয়া হবে না। সিলেটে পোশাকধারী ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবেন। তিনি বলেন, শবে বরাতে কোনো ধরনের আতশবাজি, পটকাবাজি করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই এসব নিষিদ্ধ করা হয়েছে। সিলেটভিউ২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়