Monday, May 9

বড়লেখায় অজ্ঞাত মহিলার রহস্যজনক মৃত্যু


বড়লেখা প্রতিনিধি, সোমবার, ০৯ মে ২০১৬ :: মৌলভীবাজারের বড়লেখায় অজ্ঞাত এক মহিলার (৬০) রহস্যজনক মৃত্যু হয়েছে। এক সিএনজি অটোরিকসা চালক মাথায় আঘাতপ্রাপ্ত ওই মহিলাকে নিয়ে সোমবার বেলা ২টার দিকে বড়লেখা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৯টা পর্যন্ত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাতনামা ওই মহিলার মৃতদেহ হাসপাতালে রেখে অটোরিকসা চালক চলে যান। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকসার চালককে পাওয়া যাচ্ছে না। মৃতদেহ হাসপাতালে রেখে সে পালিয়ে যায়। অটোরিকশা চালকের সন্ধান চলছে। তাকে পাওয়া গেলে ঘটনার তথ্য পাওয়া যাবে। -

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়