Friday, May 27

রোনালদোর কাছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাই বড়


কানাইঘাট নিউজি ডেস্ক: এবারের মৌসুমে লা লিগা ও কোপা দেল-রের শিরোপা ঘরে তুলেছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা। কিন্তু বার্সেলোনার এই দ্বি-মুকুট জয় তেমন গুরুত্ব দিচ্ছেন না রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বি-মুকুট জেতার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা বড় বলে মনে করেন তিনি। রোনালদো বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতা বার্সেলোনার দ্বি-মুকুট জয়ের চেয়ে অনেক বেশি কিছু। চ্যাম্পিয়ন্স লিগ জয় একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এটা হৃদয় থেকে বলছি। আগামীকাল রাতে মিলানের মাঠ সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচ নিয়ে সিরিয়াস রোনালদো। ২০১৪ সালে অ্যাতলেটিকোকে হারিয়েই ইউরোপ সেরার দশম খেতাব জিতেছিল রিয়াল। এবার এগারোতম খেতাব চাইছেন সিআর সেভেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়