Tuesday, May 10

সাংবাদিকের ফোন কেড়ে নিলেন রণবীর


কানাইঘাট নিউজ ডেস্ক: সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠল রণবীর কাপুরের বিরুদ্ধে। তার অনুমতি ছাড়াই ছবি তোলার জন্য ঐ সাংবাদিকের ফোন কেড়ে নিয়েছিলেন। পরে অবশ্য তা ফেরত দেন। শনিবার রাতে বান্দ্রাতে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন তিন। সেই সময় এক চিত্র সাংবাদিক তাঁর ছবি তোলেন। এতে বিরক্ত হন রণবীর। সঙ্গে সঙ্গে নেমে আসেন তাঁর গাড়ি থেকে। আর ওই চিত্রসাংবাদিককে বলেন, তাঁর মোবাইলটা দিতে। চিত্রসাংবাদিক মোবাইল ফোনটি তাঁকে দিলে, সোজা গাড়ি নিয়ে চলে যান রণবীর। এরপর সেই চিত্রসাংবাদিক তাঁর এক বন্ধুকে ফোন করে সব কথা খুলে বলেন। সেই বন্ধু ওই চিত্রসাংবাদিককে ফোন করলে, সেটি সুইচ অফ বলে। তখন তিনি রণবীরকে ফোন করেন। কিন্তু রণবীর সেই ফোন ধরেননি। এরপর রাত দেড়টা নাগাদ রণবীর নিজেই ফোন করেন ওই চিত্রসাংবাদিককে। আর বলেন, তিনি এই মাঝরাতে ফলো করাটাকে কতটা ঘেন্না করেন। পরে তিনি বলেন যে, তাঁর বাড়িতে গিয়ে মোবাইল ফোনটি নিয়ে আসতে। - See more at:

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়