Sunday, May 22

এডভোকেট জামানের বাসা লুট করে আগুন


সিলেট, রবিবার, ২২ মে ২০১৬ :: সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা আহ্বায়ক এবং দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানের বাসায় দুর্বৃত্তদের আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় বাসা থেকে কিছু মালপত্র লুটেরও অভিযোগ ওঠেছে। রবিবার ভোরে দুর্বৃত্তরা বাসার গ্রিলের তালা ভেঙে ঢুকে রান্নাঘরে আগুন দেয় এবং কিছু মালপত্র লুট করে বলে জানিয়েছেন দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী মুহিদ হোসেন। তিনি জানান- এডভোকেট সামসুজ্জামানের বোরহানবাগ আবাসিক এলাকার ৩৬ নম্বর বাসায় তার বৃদ্ধ মা থাকতেন। রবিবার ভোরে বাসার পেছনের গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে বিভিন্ন জিনিসপত্র লুট করে। যাওয়ার সময় তারা বাসার রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে প্রতিবেশিরা এসে নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসাটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়