Saturday, May 7

আ.লীগের গোড়া কাটছেন ইমরান: ওলামা লীগ


ঢাকা: গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে চরিত্রহীন, দুর্নীতিবাজ ও রাজাকার পরিবারের সন্তান বলে আখ্যায়িত করেছে আওয়ামী ওলামা লীগের নেতৃত্বাধীন সমমনা ১৩ দলের নেতারা। তারা বলেছেন, সরকারের আশ্রয়ে থেকে আওয়ামী লীগের গোড়া কাটছেন ডা. ইমরান। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এসব কথা বলেন। ওলামা লীগের কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ল কলেজের অধ্যক্ষ ড. এম এম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ। বর্তমান যে শিক্ষানীতি আছে, তাতে কোরআন-সুন্নাহর কোনো স্থান নেই। এই শিক্ষানীতি পরিবর্তন করা দরকার। মানববন্ধনে ওলামা লীগ নেতারা বলেন, জয় ‘হত্যা ষড়যন্ত্রে’ শফিক রেহমানের জড়িত থাকার অভিযোগকে বায়বীয় বলে ইমরান রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন। ‘দুর্নীতিবাজ’ ও ‘চরিত্রহীন’ ইমরান সরকারবিরোধী দেশি-বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছেন। তারা বলেন, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে থেকে ইমরান একের পর এক মহা অসত্য এমনকি রীতিমতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে। ইমরানকে মোশতাকের বংশধর উল্লেখ করে মানববন্ধরে বলা হয়, আওয়ামী সরকারের চূড়ান্ত সুবিধা নিয়ে ইমরান আওয়ামী লীগের গোড়া কাটতে ব্যস্ত। তিনি ২০০২ সালে রংপুর মেডিকেল কলেজের সক্রিয় শিবিরকর্মী ছিলেন। সরকারকে বেকায়দায় ফেলতেই তিনি শাহবাগে নাস্তিকদের মিলনমেলা ঘটিয়েছেন। সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে হটিয়ে সব নাস্তিক ঘরানার দল ও ব্যক্তির সমাবেশ ঘটিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়