তথ্য প্রযুক্তি ডেস্ক:
স্মার্টফোনের ব্যবহার যতই বাড়ছে ততই বাড়ছে সেলফি তোলার প্রবণতা। বিশেষ করে তরুণ প্রজন্ম যেনো সেলফি জ্বরে আক্রান্ত। বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডায় সেলফি তোলা চাই-ই চাই। বাজারে এখন হরেক রকম সেলফি স্টিক রয়েছে। এবার এলো বিশ্বের প্রথম ‘অটোমেটেড সেলফি স্টিক’৷
এই স্টিকের নাম ‘সেলফি স্টিক অনরিয়াল’৷ বিশ্বের প্রথম সম্পূর্ণ স্ময়ংক্রিয় সেলফি স্টিকে যে সমস্ত ফিচারস রয়েছে তা এর আগে কোনও সেলফি স্টিকেই সম্ভত দেখা যায়নি৷
এই স্টিকে রয়েছে ‘টেলিস্কোপিক বুম আর্ম’৷ মাত্র একটি বোতাম টিপলেই স্টিকটি নিজে থেকেই ছোট-বড় হবে৷ স্টিকটির দু’পাশে রয়েছে ছোট্ট দুটি পাখা| যাতে আপনি সেলফি তোলার আগে একটু ঘাম শুকিয়ে নিতে পারেন, ছবিতে একটু ‘উইন্ড এফেক্ট’ও যুক্ত হয়৷ এখানেই শেষ নয়, বিশ্বের প্রথম অটোমেটেড সেলফি স্টিকে রয়েছে ‘লাইট প্যানেল৷’
আপনার সেলফিতে আলোর অভাব বোধ হলে নিজে থেকেই স্টিকটির দুপাশ থেকে ওই ‘লাইট প্যানেল’ খুলে যাবে ও আপনার সেলফিকে করে তুলবে আরও ঝকঝকে৷
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়