Friday, May 27

টস জিতে বোলিংয়ে হায়দরাবাদ, দলে নেই মুস্তাফিজ

টস জিতে বোলিংয়ে হায়দরাবাদ, দলে নেই মুস্তাফিজ

কানাইঘাট নিউজ ডেস্ক: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্স। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজহীন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

এই ম্যাচ খেলতে পারছেন না পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো 'বিস্ময়বালক' মুস্তাফিজ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলে নেয়া হয়নি মুস্তাফিজকে। তার বদলে প্রথমবারের মতো একাদশে ঢুকেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। অন্যদিকে গুজরাট শিবিরে রয়েছে একটি পরিবর্তন। খেলছেন না জাকাটিয়া। তার বদলে খেলবেন কৌশিক।

আজকের ম্যাচে যারা জিতবে তারা ২৯ মে বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনাল খেলবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়