জকিগঞ্জ প্রতিনিধি, সোমবার, ১৬ মে ২০১৬ :: বজ্রপাতে সিলেটের জকিগঞ্জে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির পাশে কৃষিকাজ করার সময় বজ্রপাতে নাইম আহমদ (১৬) নামের ওই স্কুলছাত্রের মৃত্যু হয়।
নাইম আহমদ জকিগঞ্জ উপজেলার ইছামতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও মানিকপুর ইউনিয়নের তোপখানা গ্রামের মছন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- নাইম আহমদ সোমবার সকালে বাড়ির পাশে সুরমা নদীর তীরে কৃষিকাজ করছিল। বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সিলেটে বজ্রপাতে প্রাণহানীর ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রবিবার বজ্রপাতে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে অন্তত ৬ জনের প্রাণহানী ঘটে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়