Monday, May 9

অবশেষে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

অবশেষে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

কানাইঘাট নিউজ ডেস্ক: অনেক আন্দোলন করার পর অবশেষে সুখবর পেলো বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের বিগত ৮ মাসের বকেয়া বেতনসহ এপ্রিল মাসের বেতন নিয়মানুযায়ী ব্যাংকে পাঠানো হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৮ মাসের বকেয়া বেতন শিক্ষকদের মে মাসের মধ্যেই দেয়া হবে, শিক্ষা মন্ত্রণালয় এমন আদেশ জারি করে গত ৫ মে। এরও আগে জাতীয় বেতন স্কেল পাওয়ার জন্য লাগাতার কর্মসূচী পালন করে এমপিওভূক্ত ৫ লাখ শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের গত কয়েক মাসের আন্দোলনে সমাধান হলো এই চেক যাওয়ার মাধ্যমে।

এপ্রিল মাসের বেতনের সাথে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২০১৫ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসের বেতন বকেয়া পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে এ টাকা উত্তোলন করতে পারবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়