Tuesday, May 24

জৈন্তাপুরের চারিকাটা ইউপির সদস্যদের নিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানের মতবিনিময়

কানাইঘাট নিউজ ডেস্ক:
জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলের উদ্যোগে ইউপির ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যদের নিয়ে এক সৌজন্য মূলক মতবিনিময় সভা তাঁর নিজ বাড়ী রামপ্রসাদ খেড়িরগুল বাসভবনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- ইউপির ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ফয়জুল হক, ২নং ওয়ার্ডের সদস্য হাফিজ জালাল উদ্দিন, ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল আমিন, ৪নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন, ৫নং ওয়ার্ডের সদস্য মামুনুর রশিদ, ৬নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম মারুফ, ৭নং ওয়ার্ডের সদস্য মলিন চন্দ, ৮নং ওয়ার্ডের সদস্য জমশেদ আলী, ৯নং ওয়ার্ডের সদস্য হাজির আলী ও ১নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য স্বপ্না রানী, ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা শামীমা আক্তার ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা ফুলন রানী। সভায় ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল বলেন, চারিকাটা ইউপির সর্বস্তরের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। তাদের আশা আকাঙ্কা পূরণে আমরা একই পরিবারের সদস্য হিসাবে আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। তিনি আরো বলেন, জৈন্তাপুর উপজেলার মধ্যে চারিকাটা ইউপি যোগাযোগ ও শিক্ষাদিক্ষা সহ সকল ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আমরা তার পরিবর্তন করতে চাই। মানুষের আশা আকাঙ্খা ও ইউনিয়নবাসীর আর্তসামাজিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য জনদরদি ব্যক্তিত্ব আলহাজ¦ ইমরান আহমদ চৌধুরীর সাহায্য ও সহযোগিতা কামনা করেন ইউপির নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। এছাড়া চারিকাটা ইউপির উন্নয়নে সরকারের আশু সুদৃষ্টি কামনা করা হয়। সভায় ৯টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যরা যার যার এলাকার উন্নয়নে নবনির্বাচিত চেয়ারম্যানকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আলী চৌধুরী, মরহুম হাবিবুর রহমান সহ ইউপির প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা এবং ইউনিয়ন বাসীর শোক শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন, মাওঃ এখলাছুর রহমান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়