Monday, May 23

নিজস্ব প্রযুক্তিতে মহাকাশযানের সফল উৎক্ষেপণ ভারতের

নিজস্ব প্রযুক্তিতে মহাকাশযানের সফল উৎক্ষেপণ ভারতের

কানাইঘাট নিউজ ডেস্ক: এবার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তৈরি মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

এক টুইটে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সকালে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আরএলভি-টিডি নামের স্পেস শাটলের সফল পরীক্ষামূলক উৎক্ষেণ করা হয়।

প্রথম হলেও এর মাধ্যমে মহাকাশযান নির্মাণের ক্ষেত্রে নতুন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। আরএলভি অর্থ হলো রিইউসেবল লঞ্চ ভেহিকল। পুনরায় ব্যবহার করা যায় এমন মোটর দিয়ে ভারতীয় স্পেস শাটল তৈরি করা হয়েছে। তবে নাসার বিজ্ঞানীরা পুনঃব্যবহারযোগ্য মহাকাশ যানের বিষয়ে ২০১১ সালেই না বলে দিয়েছেন। কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।

৯৫ কোটি রুপি ব্যায়ে ইসরো নিজস্ব প্রযুক্তিতে আরএলভি-টিডি তৈরি করেছে। এ স্পেস শাটলির দৈর্ঘ ৬ দশমিক ৫ মিটার। এর ওজন ১ দশমিক ৭৫ টন।

এদিকে ইসরোর চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, পুনরায় ব্যবহারযোগ্য মহাকাযানের ধারণায় আরএলভি-টিডি তৈরি করা হলেও এটিকে একেবারে প্রাথমিক ধাপ বলা যায়।

বিষয়টিতে পরিপূর্ণ সফলতা পেতে ১০ থেকে ১৫ বছর সময় লেগে যেতে পারে। তাই যদি হয়, তাহলে মহাকাশ গবেষণায় খরচ অনেক কমে যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়