নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে হরতাল ডিউটি শেষে সিলেট ফেরার পথে পুলিশের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। আহতদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেষে রাত সোয়া ৮টার দিকে সিলেট জেলা পুলিশের একদল সদস্য সিলেট-জ ১১-০০৩১ নাম্বার বাসে করে সিলেট ফিরছিলেন। পথিমধ্যে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি কানাইঘাট মুশাহীদ সেতুর পূর্ব পার্শ্বের বায়মপুর গোল চত্ত্বরে এসে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় পুলিশ সদস্যদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে বাসের ভিতর থেকে উদ্ধার করেন। খবর পেয়ে দ্রুত কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি জানান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের উল্টে গেলে পুলিশের ৭ কনস্টেবল আহত হয়েছেন। তবে তাদের জখম গুরুত্বর নয়, ফুলা ছেঁছা জখম হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়