কানাইঘাট নিউজ ডেস্ক:
যে বাবার হাত ধরে অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াইয়ের শুরু, যে বাবার হাত ধরে নারীদের জন্য আলোকবর্তিকা হয়ে এগিয়ে চলা, যে বাবা সবসময় সাহস হয়েছেন-প্রেরণা দিয়েছেন, সেই বাবা মোহাম্মদ নাসিরউদ্দীনের কবরের পাশেই সমাহিত হয়েছেন নূরজাহান বেগম।
বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজার পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হন উপমহাদেশে নারীদের প্রথম পত্রিকা ‘বেগম’ সম্পাদক।
এর আগে নারিন্দায় তার বাড়ির সামনে প্রথম জানাজার পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত তার জন্য ভালবাসার মিছিলে যোগ দিয়ে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
বেগম সম্পাদক নূরজাহান বেগমের প্রথম জানাজা তার পুরান ঢাকার বাসভবন নারিন্দার খাতুন কুটিরের আঙিনায় দুপুরে সম্পন্ন হয়। এতে অংশ নেন মরহুমার স্বজন, শুভানুধ্যায়ী ও প্রতিবেশীরা।
সোমবার সকালে নারী সাংবাদিকতার পথিকৃৎ এবং ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
বরেণ্য এই মহিয়সীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা বেগম-এর সম্পাদক নূরজাহান বেগম। প্রায় ৬০ বছর ধরে এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
গত ৫ মে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়