Thursday, May 12

স্যামসাংয়ের নতুন ২ ফোন বাজারে


তথ্য প্রযুক্তি ডেস্ক,কানাইঘাট নিউজ: দেশের বাজারে এলো স্যামসাংয়ের নতুন দুইটি ফোন। জে সিরিজের এই ফোনগুলো হলো গ্যালাক্সি জে৭ ২০১৬ এডিশন ও গ্যালাক্সি জে৫ ২০১৬ এডিশন। উভয় ফোনে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। ডিভাইস দুইটির কর্মক্ষমতা বাড়াতে এতে রয়েছে ৩,৩০০ এমএএইচ এবং ৩,১০০ এমএএইচ ব্যাটারি। গ্রাহকদের সম্পূর্ন নতুন এক অভিনব স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে এই ফোনগুলোতে রয়েছে এক্সেপশনাল পারফরমেন্স, আকর্ষণীয় ক্যামেরা এবং চমৎকার ডিসপ্লে। গ্যালাক্সি জে৭ ২০১৬ এডিশনে ৫.৫ ইঞ্চি এবং গ্যালাক্সি জে৫ ২০১৬ এডিশনে রয়েছে ৫.২ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে। এতে আরো আছে এফ ১.৯ অ্যাপারচার সমৃদ্ধ একটি ১৩ মেগাপিক্সেল অসাধারণ রিয়ার ক্যামেরা, যা দিয়ে যেকোন পরিবেশের আলোয় চমৎকার সব ছবি তোলা যাবে। সহজেই চমৎকার সব ছবি তুলতে ফোনটির সামনে ও পিছনের ক্যামেরায় থাকছে এলইডি ফ্যাশ, ম্যানুয়াল অ্যাপারচার সেটিংস এবং অ্যাডভান্সড ফটো সেটিংস। এই ফোন দুইটিতে ২ জিবি র‌্যামসহ আরো আছে যথাক্রমে ৬৪ বিটের অক্টাকোর (১.৬ গিগাহার্টজ) এবং কোয়াডকোর প্রসেসর (১.২ গিগাহার্টজ) যা দ্রুত কার্যসম্পাদনে সাহায্য করবে। এছাড়াও, হ্যান্ডসেটগুলোর এস বাইক মোড এবং ইউডিএস মোড গ্রাহকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করবে। কালো, সোনালী এবং সাদা রঙের স্যামসাং গ্যালাক্সি জে৭ ২০১৬ এডিশন মাত্র ২৪,৯০০ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি জে৫ ২০১৬ এডিশন মাত্র ২১,৯০০ টাকায় বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এই হ্যান্ডসেটগুলো কিনতে গ্রাহকরা ৩ মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়