নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ঝিঙ্গাবাড়ী প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাট ৮নং ঝিঙ্গাবাড়ী ও ৯নং রাজাগঞ্জ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় বুরহান উদ্দিন বাজারে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মাস্টার জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ আমিনুল ইসলামের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার প্রভাষক ড. মাওঃ ইব্রাহীম আলী, ঝিঙ্গাবাড়ী ইউপির চেয়ারম্যান মাস্টার রফিক আহমদ চৌধুরী, সংবর্ধিত ঝিঙ্গাবাড়ী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম, ঝিঙ্গাবাড়ী ইউপির ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আলা উদ্দিন, ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আলিম উদ্দিন। বক্তব্য রাখেন, ডাক্তার হবিবুর রহমান, সমাজসেবী শরীফ আহমদ, প্রবণী মুরব্বি হাজী আজির উদ্দিন, হাজী আব্দুর রহমান, মাওঃ নজির আহমদ প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এজন্য জনগণের সেবক হয়ে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের আন্তরিকতার সহিত নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে হবে। ভাল কাজ করলে ভোটাররা আপনাদের পুণরায় নির্বাচিত করবেন। তিনি কানাইঘাট উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের আন্তরিকতার সহিত কাজ করার জন্য আহ্বান
জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়