কানাইঘাট নিউজ ডেস্ক: আলিয়া ভাট ব্যাস্ত সময় পার করছেন তার নতুন ছবি উড়তা পান্জাবের শুটিংয়ে। উড়তা পান্জাবের শুটিং সেটেই ঘটলো আসল ঘটনা।
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিবাসী বিহারী শ্রমিকের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। চরিত্র অনুযায়ী মেকআপ নিতে হয়েছিল তাকে। আর সেটাতেই হয় বিপত্তি। আলিয়াকে চিনতে না পারায় সেটে পাত্তা পাননি তিনি।
একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে আলিয়া বলেছেন, আমরা যখন শুটিং শুরু করি তখন আমি সেটে হাঁটছিলাম। কিন্তু আমাকে চিনতে না পারায় কেউ পাত্তা দেয়নি। কেউ বুঝতেই পারেনি যে সেটা আমি ছিলাম। যখন আমি অভিষেক চৌবের সঙ্গে কথা বলা শুরু করি তখন তারা বিষয়টি বুঝতে পারে।
ছবিতে নিজের চরিত্রে নিয়ে আলিয়া বলেছেন, যদি কোনো চরিত্রে রাগী, দুঃখী কিংবা বিক্ষিপ্ত হয় সেখানে আলিয়ার কিছু করার থাকে না, কারণ এটি চরিত্র। আমার চরিত্র যেরকম চায় আমি সেরকমই অভিনয় করি।
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আরো অভিনয় করেছেন শহিদ কাপুর, দিলজিত দোসাঞ্জ ও কারিনা কাপুর খান। আগামী ১৭ জুন ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিবাসী বিহারী শ্রমিকের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। চরিত্র অনুযায়ী মেকআপ নিতে হয়েছিল তাকে। আর সেটাতেই হয় বিপত্তি। আলিয়াকে চিনতে না পারায় সেটে পাত্তা পাননি তিনি।
একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে আলিয়া বলেছেন, আমরা যখন শুটিং শুরু করি তখন আমি সেটে হাঁটছিলাম। কিন্তু আমাকে চিনতে না পারায় কেউ পাত্তা দেয়নি। কেউ বুঝতেই পারেনি যে সেটা আমি ছিলাম। যখন আমি অভিষেক চৌবের সঙ্গে কথা বলা শুরু করি তখন তারা বিষয়টি বুঝতে পারে।
ছবিতে নিজের চরিত্রে নিয়ে আলিয়া বলেছেন, যদি কোনো চরিত্রে রাগী, দুঃখী কিংবা বিক্ষিপ্ত হয় সেখানে আলিয়ার কিছু করার থাকে না, কারণ এটি চরিত্র। আমার চরিত্র যেরকম চায় আমি সেরকমই অভিনয় করি।
‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আরো অভিনয় করেছেন শহিদ কাপুর, দিলজিত দোসাঞ্জ ও কারিনা কাপুর খান। আগামী ১৭ জুন ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়