নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বিএনপি জামায়াত জোটকে দেশের মানুষ প্রত্যাখান করে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। তৃণমূল পর্যায়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি ইউপি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলমান ইউপি নির্বাচনে আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করবেন। মিসবাহ উদ্দিন সিরাজ সোমবার বিকেল ৪টায় স্থানীয় সুরাইঘাট বাজারে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগ আয়োজিত কানাইঘাট উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যানদের এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জেমস্ লিও. ফারগুসন নানকার সভাপতিত্বে ও ইউপি আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আলিম উদ্দিন মেম্বারের পরিচালনায় উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সংবর্ধিত মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, কানাইঘাট পৌর আ'লীগের আহবায়ক জামাল উদ্দিন,বানীগ্রাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সংবর্ধিত মাসুদ আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সংবর্ধিত আলী হোসেন কাজল। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল খালিক, মোছা মিয়া, তাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে আওয়ামীলীগ থেকে নবনির্বাচিত উপজেলার ৪ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়