কানাইঘাট নিউজ ডেস্ক:
স্লোয়ার-কাটার আর দারুণ সব ইয়র্কারের ভেলকির ফলে বর্তমান ক্রিকেট পাড়ায় ধমে
ধমে উচ্চারিত হচ্ছে তার নাম। সব মিলিয়ে মুস্তাফিজ এক অপ্রতিরোধ্য বোলিং
শক্তির নাম।
আন্তর্জাতিক ক্রিকেটের অসাধারণ শুরুর পর বিশ্বের সবচেয়ে দামি ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলেও চলছে মুস্তাফিজের আলোর ঝলক। যে ঝলক তাকে বানিয়ে দিচ্ছে আসরের সেরা উদীয়মান।
আইপিএলে ১২ ম্যাচে এখন পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। যা সবচেয়ে বেশি উইকেট নেয়াদের তালিকায় তাকে নিয়ে গেছে চার নম্বরে।
এবারের আইপিএলের আনুষ্ঠানিক ওয়েবসাইটে তিনটি ক্যাটাগরিতে ভোট দিতে পারছেন দর্শকরা। ক্যাটাগরি তিনটি হলো মৌসুমের সেরা উদীয়মান ক্রিকেটার, সেরা শট এবং সেরা ক্যাচ। এতে সেরা উদীয়মান হিসেবে গতকাল রাত পর্যন্ত মুস্তাফিজ ৯৩.৩ শতাংশ ভোট পেয়ে এক নম্বরে আছেন। দ্বিতীয় নাম্বারে থাকা রাহুল ১.৬ শতাংশ ভোট। এর পরের অবস্থানে আছেন পান্ডিয়া।
মুস্তাফিজকে সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত করতে পারেন আপনিও। ভোট দিতে ভিজিট করতে হবে এই ঠিকানায়-http://www.iplt20.com/poll
আন্তর্জাতিক ক্রিকেটের অসাধারণ শুরুর পর বিশ্বের সবচেয়ে দামি ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলেও চলছে মুস্তাফিজের আলোর ঝলক। যে ঝলক তাকে বানিয়ে দিচ্ছে আসরের সেরা উদীয়মান।
আইপিএলে ১২ ম্যাচে এখন পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। যা সবচেয়ে বেশি উইকেট নেয়াদের তালিকায় তাকে নিয়ে গেছে চার নম্বরে।
এবারের আইপিএলের আনুষ্ঠানিক ওয়েবসাইটে তিনটি ক্যাটাগরিতে ভোট দিতে পারছেন দর্শকরা। ক্যাটাগরি তিনটি হলো মৌসুমের সেরা উদীয়মান ক্রিকেটার, সেরা শট এবং সেরা ক্যাচ। এতে সেরা উদীয়মান হিসেবে গতকাল রাত পর্যন্ত মুস্তাফিজ ৯৩.৩ শতাংশ ভোট পেয়ে এক নম্বরে আছেন। দ্বিতীয় নাম্বারে থাকা রাহুল ১.৬ শতাংশ ভোট। এর পরের অবস্থানে আছেন পান্ডিয়া।
মুস্তাফিজকে সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত করতে পারেন আপনিও। ভোট দিতে ভিজিট করতে হবে এই ঠিকানায়-http://www.iplt20.com/poll
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়