তথ্য প্রযুক্তি ডেস্ক:
এই প্রথম থ্রিডি প্রিন্টারে তৈরি করা হলো আস্ত ইলেকট্রিক বাইক। এটির নাম দ্য ইলেকট্রিক রাইডার। বাইকটির ওজন মাত্র মাত্র ৭৭ পাউন্ড।
থ্রিডি প্রিন্টারে মেটালিক পাউডার দিয়ে বাইকটি তৈরি করা হয়েছে। এটি দেখতে অদ্ভুত। দেখলে মনে হবে এলিয়েনের কঙ্গাল!
বাইকটি তৈরি করেছে আপওয়ার্কসের মালিকানাধীন এয়ারবাস নামের একটি প্রতিষ্ঠান। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হলো ফ্রেম। হলো ফ্রেম হচ্ছে ক্রাফটেড গ্রেড অ্যালুমিনিয়াম। মেটাল পাউডার দিয়ে হাজার হাজার পাতলা মেটাল লেয়ার দিয়ে বাইকটির কাঠামো তৈরি করা হয়েছে।
ইলেকট্রিক বাইকটির ফ্রেমের ওজন মাত্র ১৩ পাউন্ড। যা প্রচলিত ইলেকট্রিক বাইকের তুলনায় ৩০ শতাংশ হালকা।
উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে একবার সম্পূর্ণ চার্জ দিলে বাইকটি ৩৭ মাইল পথ পাড়ি দিতে দিতে পারবে।
আপনি চাইলেই এই বাইকটি হাতে পাবেন না। উদ্ভাবনকারীরা মাত্র ৫০ টি লাইট রাউডার্স বাইক তৈরি করেছে। যার মূল্য আকাশচুম্বী। প্রতিটি বাইকের দাম ৫৬ হাজার ৯৫ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৪৬ লাখ ৪১ হাজার ৭৩২ টাকা। এয়ারবাসের ওয়েবসাইটে এটির প্রি-বুকিং চলছে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়