নিজস্ব প্রতিবেদক:
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৪ শ্রমিকের লাশ শনিবার দেশে আসছে বলে উপজেলার ঝিংগাবাড়ী ইউপি’র গোয়ালজুর গ্রামের কালাম আজাদ এর কাছ থেকে জানা গেছে ।
শনিবার সকাল ৬ টায় নিহত ৪ জনের লাশ সিলেট ওসমানী বিমান বন্দরে পৌঁছাবে এবং সেখান থেকে তাদের লাশ উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।
ঐদিন যোহরের নামাজের পর নিহতদের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। লাশের সাথে নিহত আওলাদ হোসেনের চাচাতো ভাই ফয়সল আহমদ ও তাদের আরো দু’তিন জন নিকট আত্নীয় দেশে আসছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানা যায়।
শোকে মুহ্যমান এ ভাগ্যহত ৪ জনের মা-বাবা ও স্বজনদের প্রতিটি মুহূর্ত এখন কাটছে লাশের অপেক্ষায়। নিহতদের বাড়িতে চলছে এখন কেবলই শোকের মাতম।
উলেখ্য গত ২৬ এপ্রিল মঙ্গলবার কাতারের দোহা নগরীর সোমাল নামক স্থানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ ৪জনের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের হাছই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩২) ও তার ছোট ভাই মঈনুদ্দিন (৩০), গর্দনাকান্দি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৫) এবং কাপ্তানপুর গ্রামের মুহিব উদ্দিন (২৮)।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়