মৌলভীবাজার প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬ :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লাইটেসের ধাক্কায় মো. হোসেন (৩০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হোসেন রাজনগর উপজেলার ইটা চা বাগান এলাকার মৃত আজগর আলীর ছেলে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার ছাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ইটা চা বাগানের মৃত আজগর আলীর ছেলে মো. হোসেন মোটরসাইকেলযোগে (মৌলভীবাজার-হ-১২-২৮৩১) বাগানের দিকে যাচ্ছিলেন। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ছাটুরা এলাকায় হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনের সামনে যাওয়ার পর পেছন দিক থেকে একটি নাভানা লাইটেস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন মো. হোসেন। তাকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়