Thursday, May 12

খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে ব্যাকুল হানিফ


ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীর ফাঁসি কার‌্যকরের ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে তিনি ব্যাকুল হয়ে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বৃহস্পতিবার বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে আল-হেরা কমিউিনিটি সেন্টারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। কামরাঙ্গীর চর আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে। মাহবুব উল আলম হানিফ বলেন, “শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসি হওয়ার পর প্রতিবার বিএনপির নেত্রী চুপ ছিলেন। এবারও তিনি চুপ আছেন। কিন্তু আমি ব্যাকুল হয়ে অপেক্ষা করছি, নিজামীর ফাঁসি নিয়ে তার (খালেদা) প্রতিক্রিয়া জানতে। কারণ এবার তো তার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রের ফাঁসি হয়েছে, যে শীর্ষ রাজাকারকে তিনি মন্ত্রী বানিয়েছিলেন; ত্রিশ লাখ শহীদের সঙ্গে বেঈমানি করে গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।” জামায়াতের ধর্মের নামে রাজনীতি করে মন্তব্য করে হানিফ বলেন, “এটা ধর্ম সমর্থন করে না। এই দলটি বরং পাকিস্তানের এজেন্ট। এটা আমরা বহুবার বলেছি। দলটির শীর্ষ নেতা যারা স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিল, তাদের বিচার হচ্ছে। এখন সময় এসেছে জামায়াতের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার।” হানিফ বলেন, জামায়াতের আমির মতিউর নিজামীর ফাঁসি হওয়ার প্রতিবাদ ও নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। তাদের এই ধৃষ্টতার তীব্র ধিক্কার জানাই। ফের যদি তারা এই ধরনের দুঃসাহস দেখায় তবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আমরা রাখব কি না তা বাংলার জনগণ ভেবে দেখবে।” তিনি বলেন, “পাকিস্তানের যদি এতই দরদ, তবে তাদের দোসর প্রিয় ব্যক্তিদের বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে তাদের দেশের নাগরিকত্ব দিক। আমরা এই দেশে কোনো যুদ্ধাপরাধী ও পাকিস্তারের প্রেতাত্মাদের দেখতে চাই না।” আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, “সারা দেশের উন্নয়নে আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণের মধ্যে যে পরিমাণ উচ্ছ্বাস আমি দেখছি, সরকারের ওপর যে আস্থা তাদের তৈরি হয়েছে, তাতে পাকিস্তান ও তাদের দোসরদের সব চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য।” খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “তার (খালেদা জিয়া) প্রতিটি কর্মকাণ্ড মিথ্যাচারে ভরপুর। তাকে বলতে চাই, জামায়াত, ইসরায়েল, পাকিস্তানসহ দেশি-বিদেশি যত বড় শক্তি নিয়ে চক্রান্ত করেন না কেন কোনো লাভ হবে না। সব অপশক্তিই আমাদের পায়ের নিচে পরাভূত হবে।” কামরাঙ্গীরচর আওয়ামী লীগের সহসভাপতি নুরে আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসানত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, কামরাঙ্গীর চর সভাপতি হাজী মোহাম্মদ আবু হোসেন সরকার প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়