আইটি ডেস্ক, কানাইঘাট নিউজ:
আলাদা করে আর প্রজেক্টর কিনতে হবে না। ট্যাবেই মিলবে প্রজেক্টরের সুবিধা। এমন একটি ট্যাব বাজারে এনেছে লেনেভো। মডেল ইয়োগা ট্যাব থ্রি পো। এতে ১০ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৬০০ পিক্সেল।
অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবটিতে কি-বোর্ড ও মাউস ব্যবহারের সুবিধা আছে। এটাকে ভাঁজ করা যায়। প্রয়োজনে প্রজেক্টরের মত করে ব্যবহার করা যায়।
ট্যাবটি ল্যাপটপের মতই দ্রুতগতি পাওয়া যাবে। কেননা এতে ২ জিবির র্যাম এবং ইন্টেল অ্যাটম প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ট্যাবটির চারপাশের অংশগুলো কিছুটা বাঁকানো। অ্যালুমিনিয়াম বডিতে তৈরি ট্যাবটি মসৃণ।
দেখতেও যেমন এটি আকর্ষণীয় তেমনি গুণেমানেও সেরা।
ট্যাবটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৩৯ হাজার ৯৯০ রুপিতে। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৪৭ হাজার ১৬ টাকা।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়