কানাইঘাট
নিউজ ডেস্ক:
বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রোয়ানু। গভীর নিম্নচাপ থেকে
ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার তিন দিন পর বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এমনকি উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসেপ্লাবিত হয়েছে।
এদিকে এ ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামের নেভাল একাডেমি সংলগ্ন বেড়ি বাঁধে উঠে গিয়েছিল ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ 'এএসটি লিজেন্ড'।
শনিবার সাগরের ওয়েস্ট পয়েন্ট অংশে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বন্দরের সদস্য জাফর আলম জানিয়েছেন।
তিনি বলেন, দুপুরে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উত্তাল ঢেউয়ে তোড়ে জাহাজটি নেভাল একাডেমি সংলগ্ন বেড়ি বাঁধে আটকা পড়ে। 'জাহাজের ১০ জন ক্রুর সবাইকে উদ্ধার করে নেভাল একাডেমিতে নেওয়া হয়েছে'।
এর আগে দুপুরের কিছু আগে ঝড়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে উত্তাল সাগরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার শিখার ইঞ্জিন বিকল হয়ে যায়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়