কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের গুজরাট রাজ্যের জামা মসজিদের পবিত্র কোরআনটি বিশ্বের বৃহত্তম বলে দাবি করেছেন মসজিদের ইমাম সাহেব। ক্রিকেটার ইউসুফ পাঠান ও ইরফান পাঠানের সাথে যোগাযোগ থাকায় এই মসজিদ অনেক বিখ্যাত। তাদের বাবা এই মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
মসজিদ কর্তৃপক্ষও জানিয়েছে, জামা মসজিদের রাখা পবিত্র কোরআনটি বিশ্বের সবথেকে বড় কোরআন। তবে কোন কোন দিক থেকে কোরআনটি বিশ্বের বৃহত্তম সে বিষয়ে কোন তথ্য তারা প্রকাশ করেনি।
তবে ভারতের এই কোরআনের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৭৫ ইঞ্চি ও ৪১ ইঞ্চি। কোরআনের বর্ডার স্বর্ণ দ্বারা খচিত করা হয়েছে। ময়ূরের পাখা দিয়ে কোরআন লিখা হয়েছে।
এর আগে রাশিয়ার কাজান কোলশরিফ মসজিদের কোরআনটি বিশ্বের বৃহত্তম কোরান বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভূক্ত হয়েছিল। স্কটল্যান্ড পেপারে প্রিন্ট করা কোরআনটির পৃষ্ঠাসংখ্যা ৬৩২, ওজন ৮০০ কেজি। এডিশনটি ১৫০x২০০ সেমি.। কোরআনের কভারটিও বহু দামি রত্ন দ্বারা খচিত।–সুত্র: হিন্দুস্তান টাইম্স।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়