ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজ মঙ্গলবার রাতেই জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হবে। তিনি বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা আবেদন না করায় ফাঁসি কার্যকর হচ্ছে। এরই মধ্যে ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।রাত ১০টার পর যে কোনো সময় ফাঁসি কার্যকর করার আয়োজন চূড়ান্ত করা হয়েছে।
রাত ১০টার আগেই নিজামীকে গোসল পড়ানো এবং একজন মৌলভী তাকে তওবা পড়ান।আজ সন্ধ্যায় এরই অংশ হিসাবে নিজামীর স্বজনরা দেখা করে গেছেন। প্রায় দুই ঘণ্টা তারা কারাগারের ভেতরে অবস্থান করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর সঙ্গে এটাই তাদের শেষ সাক্ষাৎ।কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে নিজামীকে রাখা হয়েছে। জল্লাদ রাজুকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কেন্দ্রীয় কারাগারসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের যান চলাচল। এছাড়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিজিবি।জেল গেটের সামনে ছয় স্তরের নিরাপত্তা বসানো হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়