Monday, May 23

শাহজালালের মাজারে ভিক্ষুকদের উৎসব


সিলেট, সোমবার, ২৩ মে ২০১৬ :: পবিত্র শবে বরাতের রাতে হাত নেই, পা নেই, দৃষ্টি প্রতিবন্ধী এমন শত শত ভিক্ষুকের ভিড়। সবাই মিলিত কণ্ঠে বিভিন্ন সুরে মানুষের কাছে ভিক্ষা চাইছে। রাস্তা দিয়ে হেঁটে পাত্র নিয়ে দৌড়ে গিয়ে ঘিরে ধরছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষও দান খয়রাত করছেন। দান করতে গিয়ে ভোগান্তিতেও পড়তে হচ্ছে তাদের। সরেজমিন ঘুরে দেখা যায়, পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে মৌসুমী ভিক্ষুকও শাহজালাল (র.) ও শাহপরান মাজার এবং তৎসংলগ্ন এলাকায় ভিড় করেছেন। পাত্র নিয়ে অলিতে গলিতে বসে পড়েছেন ভিক্ষা করতে। সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে একটু বেশি আয় করার জন্য মূলত এখানে আসা বলে জানান একাধিক ভিক্ষুক। সন্ধ্যা থেকে ভিক্ষুকদের ভীড় যেন লেগে আছে। মাজার গেট থেকে যতটুকু এগোনো যাবে মনে হবে যেন, ভিক্ষুকের মেলা বসেছে। এক ভিক্ষুক জানান, আজকে দুই টাকা বেশি কামানোর জন্য এসেছি। মাজার আর কবরস্থানে মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে আসা মানুষ দয়া থাকে দুই-চার টাকা বেশি দান করে। তবে, ভিক্ষুকদের দান করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। একজনকে দিতে গেলে ঝাঁকে ঝাঁকে ভিক্ষুক এসে ঘিরে ফেলে। অনেকে কষ্টে নিজেদের রক্ষা করতে হয় তাদের

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়