Sunday, May 22

কানাইঘাটে সুরমায় নিখোঁজ ব্যক্তি উদ্ধার হয়নি


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সুরমা নদীতে মালবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নজির আহমদকে রোববার বিকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সিলেট ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ নজির আহমদের সন্ধান পায়নি। 

উল্লেখ্য গত শনিবার বিকেল ৩টার দিকে কানাইঘাট বাজারের পূর্বে গৌরিপুর গ্রামের পাশে সুরমা নদীতে ঢেউয়ের তোড়ে মালবাহী একটি নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার উপরে থাকা দু'জন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও নৌকার ভিতরে মালিক নজির আহমদ তীরে উঠতে পারেননি। তিনি এখনো নিখোঁজ রয়েছেন। নজির আহমদের গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউ'পির কায়স্থগ্রামে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়