Wednesday, May 18

হবিগঞ্জে সড়ক ‍দুর্ঘটনায় নিহত ২


সিলেট, বুধবার, ১৮ মে ২০১৬ :: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐবাজার আখঞ্জি ফিলিং স্টেশন এলাকায় ট্রাক ও পিকআপভ্যান সংঘর্ষে পিকাআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই হাবিবের নেতৃত্বে একদল পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐবাজার আখঞ্জি ফিলিং স্টেশন এলাকায় একটি ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এর চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। হবিগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়