ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।
বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাবিহ উদ্দিন সাংবাদিকদের বলেন, এটি ছিল বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে বৈঠকের বিষয়ে তিনি কিছু জানাতে রাজি হননি।
গত ১৩ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে যোগ দেন অ্যালিসন ব্লেক। বাংলাদেশে আসার পর এটিই ছিল খালেদা জিয়ার সঙ্গে তার প্রথম বৈঠক।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়