Thursday, May 19

কানাইঘাটের মাও:জাকির বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার বিভাগীয় পর্যায়ে ও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জের ফুলবাড়ী আজিজিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত ভাইস প্রেন্সিপাল মাওলানা জাকির হোসাইন। শিক্ষামন্ত্রণালয়ের নীতিমালার শর্তাবলীর আলোকে, শিক্ষা সপ্তাহ সিলেট অঞ্চল উদযাপন কমিটি তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নির্বাচিত করেন। বুধবার বিকাল ৪ টায় সিলেট সরকারী মহিলা কলেজের অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ সিলেট অঞ্চল উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে তাকে বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক হিসেবে পুরস্কার প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো: হারুনুর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এ,কে,এম গোলাম কিবরিয়া তাপাদার। উলে­খ্য, গত ১৬ মে সোমবার সিলেট জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উদযাপন কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক হিসেবে পুরস্কার প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়