Sunday, May 29

ফাইনালে খেলছেন মুস্তাফিজ, নিশ্চিত করলেন নিজেই

ফাইনালে খেলছেন মুস্তাফিজ, নিশ্চিত করলেন নিজেই
কানাইঘাট নিউজ ডেস্ক: দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে বড় একটা ধাক্কা খেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। হ্যামস্ট্রিং চোটের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচেই খেলতে পারেননি দলের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমান।

তবে আজ ফাইনালে খেলতে পারবেন কিনা এনিয়ে ছিল নানা সংশয়। ভারতের সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সমর্থকরা চান আজ ফাইনালে খেলুক মুস্তাফিজ।
কিন্তু কয়েকটি সূত্রে জানা যায়, আজও নাকি খেলতে পারছেন না মুস্তাফিজ। অবশ্য সেটি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে টসের সময়। কারণ তখনই ওয়ার্নার বলবেন আজ মুস্তাফিজ দলে আছেন কিনা।

তবে সবকিছুকে ছাপিয়ে মুস্তাফিজ যে আজকের ফাইনালে খেলছেন এটি এখন অনেকটাই নিশ্চিত। কারণ রোববার সন্ধ্যা ৭টার দিকে মুস্তাফিজ তার ভেরিফাইড ফেসবুক পেজে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ আইপিএলের ফাইনালে রাত সাড়ে ৮টায় বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ। গ্রুপ পর্বের ১৪টি ম্যাচ ও এলিমিনেটর ম্যাচসহ মোট ১৫ ম্যাচেই একাদশে ছিলেন মুস্তাফিজ। তাতে মোট ১৬ উইকেট শিকার করেছেন।

এবার যারা ন্যূনতম ১০ ওভার বল করেছেন তাদের মধ্যে ফিজের ইকোনোমি সবচেয়ে কম। ৫৭ ওভার বল করে তার ইকোনোমি ৬.৭৩।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়