Thursday, May 19

কানাইঘাটে পিতা খুনের ঘটনায় পুত্র গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:কানাইঘাটে রাতের আঁধারে ছুরিকাঘাতে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে খুন করা হয়েছে। নিহত রফিকুল হক (৬৫) উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ১ম খন্ড- (সিঙ্গারীপাড়) গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে। বুধবার রাতে এ হত্যাকান্ড ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কানাইঘাট থানা পুলিশ নিহত রফিকুল হকের ১ম স্ত্রীর পুত্র শাহাব উদ্দিনকে (২৫) আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল হক (৬৫) বুধবার রাত ৮টার দিকে স্থানীয় বড়বন্দবাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। সিঙ্গারীপাড় জামে মসজিদের পাশে পৌঁছামাত্র একাধিক ব্যক্তি তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় রকিকুল হকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নিহত রফিকুল হকের ১ম স্ত্রীর সন্তান শাহাব উদ্দিনকে আটক করা হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানিয়েছেন, রফিকুল হকের দু’জন স্ত্রী রয়েছেন। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়